শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধভাবে মডার্নার টিকা দেওয়ায় ফার্মেসি মালিক ২ দিনের রিমান্ডে

মাসুদ আলম: [২] সোমবার রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ফার্মেসির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর  আগে গত ১৯শে আগস্ট তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার রিমান্ড শুনানির জন্য দিন ঠিক করেন।

[৩] দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান বলেন, সোমবার কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় রিমন্ডের পক্ষে যুক্তি তুলে ধরেণ রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানায় আসামিপক্ষ। শুনানি শেষে তাকে দুই দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

[৪] তিনি আরও বলেন, গত ১৮ই আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ফামের্সি থেকে মডার্নার দুটি ভায়াল উদ্ধার। এছাড়াও মডার্না টিকার খালি বক্স পাওয়া যায় ২০টি। বিজয়কৃষ্ণ প্রতি ডোজ ঢিকা ৫শ টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এ পর্যন্ত কতজনকে টিকা দিয়েছে, টিকা কোথায় থেকে পেয়েন তা জিজ্ঞাসাবাদ করা হবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়