শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূজারা-গাঙ্গুলীদের ছাপিয়ে সেঞ্চুরির নতুন রেকর্ড ফাওয়াদ আলমের

স্পোর্টস ডেস্ক : [২] এক দশক পর পাকিস্তানের সাদা পোশাকে ফিরে ব্যাট হাতে কারিশমা দেখিয়েই চলেছেন ফাওয়াদ আলম। দূর্দান্ত ছন্দ ধরে রেখে চলমান জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসেও আরও একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আর যার মধ্য দিয়ে দূর্দান্ত এক মাইলফলক নিজের করে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার।

[৩] প্রথম দিন দলকে মহাবিপদ থেকে পরিত্রাণ করে দূর্ভাগ্যবশত ৭৬* রানে ক্র্যাম্প ইঞ্চুরিতে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিলো ফাওয়াদ আলমকে। তবে তৃতীয় দিন ফের ব্যাটিংয়ে এসে যেখান থেকে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করে আবারও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। ১৮৬ বলে সেঞ্চুরি পূরণ করা ফাওয়াদ, শেষ পর্যন্ত সোমবার ২৩ আগস্ট ২১৩ বল মোকাবিলায় হার না মানা ১২৪* রানে অপরাজিত ছিলেন, যেখানে ১৭টি চার এসেছে বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে।

[৪] ১৩ টেস্টের ক্যারিয়ারের ২২তম ইনিংসে এটি ফাওয়াদ আলমের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসের হিসেবে এশিয়ার আর কোনো ব্যাটার এত দ্রুত ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। দারুণ এই মাইলফলক গড়তে ফাওয়াদ আজ পিছনে ফেলেছেন ভারতের চেতেশ্বর পূজারাকে। ভারতীয় ব্যাটার ২৪ ইনিংসে করেছিলেন পৌঁছেছিলেন পাঁচ টেস্ট সেঞ্চুরির মাইলফলকে। আর পাকিস্তানি ব্যাটারদের মধ্যে আগের রেকর্ডটি ছিল ইউনিস খানের (২৮ ইনিংস)

[৫] এশিয়ান ব্যাটার মধ্যে দ্রুততম পাঁচ টেস্ট সেঞ্চুরি :
২২ ইনিংস - ফাওয়াদ আলম
২৪ ইনিংস - চেতেশ্বর পূজারা
২৫ ইনিংস - সৌরভ গাঙ্গুলি
২৫ ইনিংস - সুনীল গাভাস্কার
২৬ ইনিংস - বিজয় হাজারে - ক্রিকইনফ্

  • সর্বশেষ
  • জনপ্রিয়