শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে র‌্যাবের হাতে ডাকাত দিদারসহ ২ জন আটক

কল্যাণ বড়ুয়া: [২] র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকা থেকে ০১ টি একনলা বন্দুক, ০২ টি এলজি এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩০ টি মামলার আসামী মোঃ আলমগীর দিদার ডাকাতসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেন। ২১ আগষ্ট আটক দু,সন্ত্রাসীকে অস্ত্র শনিবার রাতে বাঁশখালী হস্তান্তর করলে রবিবার তাদের আদালতে সোপর্দ করে বলে জানান বাঁশখালী থানার এসআই আকতার হোসেন ।

[৩] জানা যায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালীর বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা হতে সিএনজি যোগে আসার সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট বিকালে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বাঁশখালী থানাধীন কালিপুর ইউপি এলাকার জনৈক জামাল হোসেন এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

[৪] এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামানোর সাথে সাথে সিএনজি থেকে নেমে ০২ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মধ্য ইলশা গ্রামের মৃত জামাল আহমদ এর পুত্র মোঃ আলমগীর দিদার ডাকাত (৫০), এবং মৃত জাগের আহাম্মদ এর পুত্র মোঃ বাদশা (৪০), কে আটক করে।

[৫] পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ হেফাজতে থাকা লুঙ্গির কোমরের পিছনে গোজা এবং হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ০১ টি একনলা বন্দুক, ০২ টি এলজি এবং ০৬ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

[৬] উল্লেখ্য যে, আসামী মোঃ আলমগীর দিদার ডাকাত এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, দিদার ডাকাতের বিরুদ্ধে শুধু বাঁশখালী থানায় ১৪/১৫ টি মামলা রয়েছে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়