স্পোর্টস ডেস্ক :[২] আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইংল্যান্ডের জস বাটলার চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও না খেলার ইঙ্গিত দিলেন। কারণ স্বাগতিক দেশের করোনার কঠোর বিধিনিষেধ।
[৩]অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড। তার পরপরই ডিসেম্বরে হতে যাওয়া অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে তারা। মানে এই দুটি ফরম্যাটেই খেলতে যাওয়া ক্রিকেটারদের চার মাস পরিবার থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বাটলার, এমন সময়ে এত দিন ধরে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন না। ইংলিশ ব্যাটসম্যান চলমান ভারত সিরিজের বাকি তিন টেস্টেও খেলা বাদ দিতে পারেন।
[৪]দ্য টাইমসকে বাটলার বলেছেন, এখন অন্যতম চ্যালেঞ্জ হলো যে আপনি বলতে পারছেন আমি এটা করতে পারব না। আমি ক্রিকেটের জন্য অনেক আত্মত্যাগ করেছি এবং আমার স্ত্রী ও পরিবারও।
[৫]তিনি আরো যোগ করেছেন, আপনাকে নির্দ্বিধায় না বলতে হবে। কিছু খেলোয়াড় যদি মনে করে যে তারা সেটা বলতে পারবে না, তা খুবই হতাশার।
[৬]অনেক ইংলিশ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় তাদের পরিবারকে সঙ্গে নিয়ে রাখার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ করে যাচ্ছে ইসিবি।
[৭]করোনা নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া খুব কঠোর। তাদের সীমান্ত বন্ধ করেছে। ফ্লাইট সীমিত করার পাশাপাশি দেশে ফেরত আসা নাগরিকদের জন্য ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করেছে।
[৮]এসব শর্ত জারি থাকলে পরিবারকে সঙ্গে পাওয়া দুষ্কর। এত দিন বায়ো-বাবলে থাকা কঠিন মনে করছেন বাটলার, প্রত্যেকের জন্য কোভিড বিশাল চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার খুব কঠোর বিধিনিষেদ। এটা (অস্ট্রেলিয়া সফর) কেমন হবে সেই ব্যাপারে আমরা আরো বেশি তথ্য না পাওয়া পর্যন্ত কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তা বলা অসম্ভব। - দ্য টাইমস/ রাইজিং বিডি