সাকিবুল আলম:[২] আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখল নিয়ে পশ্চিমা দেশগুলোকে আর কোনো বাড়াবাড়ি না করার সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এসময় আফগান ইস্যুতে পশ্চিমা দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করার আহ্বান জানান। দ্য গার্ডিয়ান
[৩] শুক্রবার, ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আফগানিস্তান থেকে শরণার্থীর ছদ্মবেশে সন্ত্রাসীরা আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে।
[৪] জার্মান চ্যান্সেলরের সঙ্গে আলোচনার একদিন পর ২১ আগস্ট আফগান প্রসঙ্গ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গেও টেলিফোনে কথা বলেন পুতিন। এসময় উভয় নেতাই আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকপাচারের বিরুদ্ধে এক হয়ে লড়াই করার ব্যাপারে সম্মত হন।
[৫] আফগানিস্তানে মার্কিন অভিযানকে সফল বলতে নারাজ প্রেসিডেন্ট পুতিন। তবে এই মুহূর্তে তিনি আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বেশি চিন্তিত বলে জানান। সম্পাদনা: সুমাইয়া ঐশী