শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও) ◈ রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে ইসির সংলাপ শুরু ◈ ১২ রান কর‌তে গি‌য়ে ৮ রানেই শেষ ৫ উইকেট ◈ দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক  ◈ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল ◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে উদাসীনতা কেন : হাইকোর্ট

আব্দুল্লাহ মামুন, সমীরণ রায়: [২] শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে কেন একটি জাতীয় নীতিমালা করতে নির্দেশ দেওয়া হবে না কেন জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বুলিং প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিস্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

[৩] বুলিং এর শিকার হয়ে ঢাকার বনশ্রী শাখার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আজওয়াদ আহনাফ করিমের মৃত্যুর অভিযোগ তদন্ত করতে ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

[৪] রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেছেন। শিক্ষা, আইন, মহিলা ও শিশু বিষয়ক সচিব, ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা, সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সাতজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ১৬ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. তানভীর আহমেদের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

[৫] মোটা বলে সহপাঠী ও শিক্ষকের লাঞ্ছনার শিকার মৃত কিশোরের পরিবার যা বলছে’ শিরোনামে গত ৮ জুলাই বিবিসি বাংলায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অ্যানোরেক্সিয়া এবং বুলিমিয়ায় আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছে, স্কুলের সহপাঠী ও শিক্ষকদের বুলিংয়ের শিকার হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়