শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নারীদের বিয়ে করছে স্থানীয় যুবকরা, দম্পতি আটক

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন স্থানীয় যুবকেরা।

[৩] বৃহস্পতিবার বিকেলে এমনি এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে ওই দম্পতিকে আটক করে এপিবিএন সদস্যরা।

[৪] আটকেরা হলেন, টেকনাফ নাইট্যং পাড়া টার্মিনাল এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. ইউনুস (৩২) ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লকের মো. আলমের কন্যা শুকতারা (২২)। ওই যুবকের আরও একজন স্ত্রী রয়েছে।

[৫] ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ওই তরুণীর পরিবার থেকে অভিযোগ করা হয়, একজন স্থানীয় যুবক রোহিঙ্গা নারীকে অপহরণ করার জন্য তাদের ঘরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় যুবক ইউনুসকে আটক করে। পরে অনুসন্ধানে ওঠে আসে তাঁরা উভয়ই ২০২০ সালের ডিসেম্বরে নিজেদের সম্মতিতে বিয়ে করেন। বর্তমানে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ইউনুস তাঁর স্ত্রীর খোঁজখবর নিতে রোহিঙ্গা ক্যাম্পে আসে। তখন তাঁর তার স্ত্রী শুকতারা তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেন।

[৬] এসপি তারিক আরও বলেন, উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] উল্লেখ্য, উখিয়া ও টেকনাফের অনেকেই রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধিরা জানান, কাবিন না করে মৌলভির মাধ্যমে দোয়া দরুদ পড়িয়ে রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়