শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নারীদের বিয়ে করছে স্থানীয় যুবকরা, দম্পতি আটক

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন স্থানীয় যুবকেরা।

[৩] বৃহস্পতিবার বিকেলে এমনি এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে ওই দম্পতিকে আটক করে এপিবিএন সদস্যরা।

[৪] আটকেরা হলেন, টেকনাফ নাইট্যং পাড়া টার্মিনাল এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. ইউনুস (৩২) ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লকের মো. আলমের কন্যা শুকতারা (২২)। ওই যুবকের আরও একজন স্ত্রী রয়েছে।

[৫] ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ওই তরুণীর পরিবার থেকে অভিযোগ করা হয়, একজন স্থানীয় যুবক রোহিঙ্গা নারীকে অপহরণ করার জন্য তাদের ঘরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় যুবক ইউনুসকে আটক করে। পরে অনুসন্ধানে ওঠে আসে তাঁরা উভয়ই ২০২০ সালের ডিসেম্বরে নিজেদের সম্মতিতে বিয়ে করেন। বর্তমানে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ইউনুস তাঁর স্ত্রীর খোঁজখবর নিতে রোহিঙ্গা ক্যাম্পে আসে। তখন তাঁর তার স্ত্রী শুকতারা তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেন।

[৬] এসপি তারিক আরও বলেন, উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] উল্লেখ্য, উখিয়া ও টেকনাফের অনেকেই রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধিরা জানান, কাবিন না করে মৌলভির মাধ্যমে দোয়া দরুদ পড়িয়ে রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়