শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা নারীদের বিয়ে করছে স্থানীয় যুবকরা, দম্পতি আটক

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন স্থানীয় যুবকেরা।

[৩] বৃহস্পতিবার বিকেলে এমনি এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে ওই দম্পতিকে আটক করে এপিবিএন সদস্যরা।

[৪] আটকেরা হলেন, টেকনাফ নাইট্যং পাড়া টার্মিনাল এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. ইউনুস (৩২) ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লকের মো. আলমের কন্যা শুকতারা (২২)। ওই যুবকের আরও একজন স্ত্রী রয়েছে।

[৫] ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ওই তরুণীর পরিবার থেকে অভিযোগ করা হয়, একজন স্থানীয় যুবক রোহিঙ্গা নারীকে অপহরণ করার জন্য তাদের ঘরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় যুবক ইউনুসকে আটক করে। পরে অনুসন্ধানে ওঠে আসে তাঁরা উভয়ই ২০২০ সালের ডিসেম্বরে নিজেদের সম্মতিতে বিয়ে করেন। বর্তমানে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ইউনুস তাঁর স্ত্রীর খোঁজখবর নিতে রোহিঙ্গা ক্যাম্পে আসে। তখন তাঁর তার স্ত্রী শুকতারা তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেন।

[৬] এসপি তারিক আরও বলেন, উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] উল্লেখ্য, উখিয়া ও টেকনাফের অনেকেই রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধিরা জানান, কাবিন না করে মৌলভির মাধ্যমে দোয়া দরুদ পড়িয়ে রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়