শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান নিয়ে নিরাপত্তা পরিষদে উদ্বেগ প্রকাশ করলেন জয়শঙ্কর

রাশিদুল ইসলাম : [২] পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী সক্রিয়তা বাড়াচ্ছে আফগানিস্তানে এমন অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তানে থাকা জঙ্গি-গোষ্ঠীগুলি আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে, দেশটিতে যা ঘটছে তা আঞ্চলিকভাবে তো বটেই আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] তিনি বলেন, তালেবানের দখলে গোটা আফগানিস্তান চলে যাওয়ার পর থেকেই সে দেশে হাক্কানি নেটওয়ার্কের তৎপরতা বাড়ছে। পাকিস্তানে থাকা লস্কর-এ-তইবা, জইশ-এ-মহম্মদ-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলি তাদের তৎপরতা আরও বাড়াচ্ছে।

[৪] আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য যা ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে জয়শঙ্কর। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের অভয়ারণ্য তৈরি হতে দেওয়াকে সমর্থন করা যায় না। সন্ত্রাসবাদীদের হাতে রক্ত ঝরছে নিরীহ নাগরিকদের।

[৫] নিরাপত্তা পরিষদের এই বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএল) -এর হুমকি নিয়েও সতর্ক করেন জয়শঙ্কর। জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে আরও জানান, আইএসআইএল-কে ক্রমশ প্রতিবেশী দেশে তাদের সক্রিয়তা বৃদ্ধি করছে।

[৬] জাতিসংঘের সদস্য দেশগুলোকে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার আহবান জানিয়ে জয়শঙ্কর বলেন, আইএসআইএল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। এটা আমাদের কাছে একটা নয়া চ্যালেঞ্জ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়