যশোর প্রতিনিধি: [২] চুড়ামনকাটি ইউনিয়নে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে শরিফুল ইসলাম শরিফ নামে এক কৃষকলীগ নেতাকে মারপিট করার অভিযোগ উঠেছে।
[৩] স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। মারপিটের শিকার শরিফ কৃষকলীগের চুড়ামনকাটি ইউনিয়ন শাখার সভাপতি। তিনি এব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
[৪] লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন, রোববার শোক দিবসের সকালে তিনি চুড়ামনকাঠি বাজারে তার নিজস্ব দ্বিতীয়তলা ভবনে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইয়া শোনার সময় আনোয়ার হোসেন শান্তি এসে ভাষণ বন্ধ করে দেয়। তখন তিনি কারণ জানতে চাইলে তাকে জানানো হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসবেন। এসময় তিনি মাইক বন্ধ রাখেন।
[৫] পরে তিনি বাজারে গেলে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, তরিকুল ইসলাম, মোজাম্মেল, আনোয়ার হোসেন শান্তিসহ কয়েকজন তাকে মারপিট করে ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, তর্কবিতর্ক হয়েছে শুনেছি। কিন্তু আমাদের হাতে কোনও অভিযোগ এসে পৌঁছায়নি।