সুমাইয়া মিতু: [২] করাচির সীমান্তবর্তী অঞ্চলে শনিবার রাতে একটি ট্রাকে গ্রেনেড হামলায় একই পরিবারের ১২ জনের মৃত্যু ঘটে। ডন
[৩] এক পুলিশ কর্মকতা বলেন, এটি ছিলো একটি সন্ত্রাসী হামলা। বোম ডিস্পোজাল স্কোয়ার্ড জানায়, ঘটনাস্থলে বোমের লিভার পাওয়া গেছে যা রাশিয়ার তৈরি একটি ডিভাইস। ঘটনাস্থলটি বলদিয়ার মদিনা কোলনি পুলিশ স্টেশনের আওতায় পড়েছে। পুলিশ জানায়, ঘটনাটির স্থানীয় কোনো গোষ্ঠীর কাজ, নাকি কোনো উগ্রপন্থী দলের তা জানতে ভিন্ন ভিন্ন আঙ্গীকে তদন্ত চলছে। করাচির পুলিশ প্রধান বলেন, যেহেতু হামলায় নিহতরা একই পরিবারের ছিলো তাই পারিবারিক কোনো শত্রু এটি করেছে কিনা সেটাও খুটিয়ে দেখা হচ্ছে।
[৪] ডিআইজি জাবেদ আকবর বলেন, ট্রাকে করে ২০ থেকে ২৫ জন এক বিয়ের আনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। এখন স্থানীয় পুলিশ ও টেরোরিজম ডিপার্টমেন্ট উভই ঘটনাটির তদন্ত করছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী