শিরোনাম

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর খুনি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি বিড়ি শ্রমিক ফেডারেশনের

সমীরণ রায়: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

[৩] রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী বলেন, বঙ্গবন্ধুকে আমরা খুব কাছ থেকে দেখেছি। আমাদের সঙ্গে তাঁর অনেক স্মৃতি রয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

[৪] বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত সোচ্চার। আমরা অনেকবার তাঁর কাছে গিয়েছি। তিনি শ্রমিকদের কাছে ডেকে তাদের দাবি শুনতেন। দাবি পূরনে দ্রুত ব্যবস্থা নিতেন। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। এ শোক কখনো ভুলবার নয়।

[৫] অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব শহীদদের জন্য মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

[৬] এছাড়া রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি মালিক ও শ্রমিকরা। সভায় বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন সময় কাজের স্মৃতিচারণ করেন শ্রমিক নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়