সুমাইয়া মিতু: [২] তুরস্কের উপকূলীয় অঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধ্বসের কারণে রোববার পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির ইমেগ্রেসন এন্ড ডিজাস্টার এজেন্সি। এছাড়াও নিখোঁজদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। রয়টার্স
[৩] রয়টার্সের একটি ড্রোন ফ্রুটেজে দেখা যায়, দেশটির বজকুর্ট শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধুমাত্র এই অঞ্চলেই ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, সিনোপ অঞ্চলে ৭ জন এবং বারটিনে ১ জন বন্যায় নিহত হয়েছেন। আলজাজিরা। সম্পদনা: রাকিবুল আবির