শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি তরুণ কলাম লেখক ফোরামের কমিটি গঠন

জবি প্রতিনিধি : [২] তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২১-২২ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

[৩] শনিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসেন ইসরাফিল আলম রাফিল ও ইমরান হুসাইন। ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি রায়হান রিয়াজ তপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম নুর, সহ-সাংগঠনিক সম্পাদক মুত্তাসিম বিল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক কবিতা রাণী মৃধা, উপ-দপ্তর সম্পাদক ফারিয়া ইয়াসমিন, অর্থ-সম্পাদক নাঈমা আক্তার রিতা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিয়া ফাইরুজ ঐশি,
প্রচার ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ইসলাম।

[৪] জবি শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিল বলেন, সংগঠনকে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে একঝাঁক তরুণ ও পরিশ্রমীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আশাকরি সকলে লেখালেখির মাধ্যমে নিজ দ্বায়িত্ব পালন করে সংগঠনকে আরো এগিয়ে নিবে।

[৫] জবি শাখার সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমার প্রিয় একটা সংগঠন। যে সংগঠনের মাধ্যমে আমার লেখালেখি শুরু। আমার উপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এবং সকলের সর্বোচ্চ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে আরো এগিয়ে নিতে চাই।

[৬] উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩শে জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লিখা প্রকাশে সহযোগিতা করাসহ লিখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়