শিরোনাম

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি তরুণ কলাম লেখক ফোরামের কমিটি গঠন

জবি প্রতিনিধি : [২] তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২১-২২ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

[৩] শনিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসেন ইসরাফিল আলম রাফিল ও ইমরান হুসাইন। ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি রায়হান রিয়াজ তপু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম নুর, সহ-সাংগঠনিক সম্পাদক মুত্তাসিম বিল্লাহ মাসুম, দপ্তর সম্পাদক কবিতা রাণী মৃধা, উপ-দপ্তর সম্পাদক ফারিয়া ইয়াসমিন, অর্থ-সম্পাদক নাঈমা আক্তার রিতা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিয়া ফাইরুজ ঐশি,
প্রচার ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ইসলাম।

[৪] জবি শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিল বলেন, সংগঠনকে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে একঝাঁক তরুণ ও পরিশ্রমীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আশাকরি সকলে লেখালেখির মাধ্যমে নিজ দ্বায়িত্ব পালন করে সংগঠনকে আরো এগিয়ে নিবে।

[৫] জবি শাখার সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমার প্রিয় একটা সংগঠন। যে সংগঠনের মাধ্যমে আমার লেখালেখি শুরু। আমার উপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এবং সকলের সর্বোচ্চ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে আরো এগিয়ে নিতে চাই।

[৬] উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩শে জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লিখা প্রকাশে সহযোগিতা করাসহ লিখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়