শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধু ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মন্ত্র পাঠ করিয়ে স্বাধীন করেছিলেন। সেই বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশে রাজনীতি করা হয়। এটা বন্ধ করতে হবে।

[৩] তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা নাৎসি বাহিনির সদস্য ও সমর্থক ছিলেন তাদের ভোটারাধিকারও নেই নেদারল্যান্ডসে। কিন্তু এদেশে মুক্তিযুদ্ধে বিপক্ষের শক্তি রাজনীতি করছে। এমপি ও মন্ত্রীও হয়েছে। এটা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে তার স্ত্রী বেগম খালেদা জিয়া।

[৪] তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে গুটিকয়েক সেনা কর্মকর্তা বা সেনা জোয়ান হত্যা করেনি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড হয়েছিল। দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। এ প্রস্তুতির কথা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

[৫] শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৬] জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল, বিএফইজের সাবেক মহাসচিব ওমর ফারুক প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়