শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুকে অস্বীকারকারীদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধু ঘুমন্ত জাতিকে স্বাধীনতার মন্ত্র পাঠ করিয়ে স্বাধীন করেছিলেন। সেই বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশে রাজনীতি করা হয়। এটা বন্ধ করতে হবে।

[৩] তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা নাৎসি বাহিনির সদস্য ও সমর্থক ছিলেন তাদের ভোটারাধিকারও নেই নেদারল্যান্ডসে। কিন্তু এদেশে মুক্তিযুদ্ধে বিপক্ষের শক্তি রাজনীতি করছে। এমপি ও মন্ত্রীও হয়েছে। এটা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরবর্তীতে তার স্ত্রী বেগম খালেদা জিয়া।

[৪] তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে গুটিকয়েক সেনা কর্মকর্তা বা সেনা জোয়ান হত্যা করেনি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড হয়েছিল। দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। এ প্রস্তুতির কথা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

[৫] শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘ষড়যন্ত্র, চক্রান্ত ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৬] জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল, বিএফইজের সাবেক মহাসচিব ওমর ফারুক প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়