শিরোনাম
◈ আন্তর্জা‌তিক খ‌্যা‌তিসম্পন্ন  ইসলাম প্রচারক জাকির নায়েক বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন, সংবর্ধনা জানা‌তে প্রস্তুত ঢাকা ◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌতুকের টাকা না দেওয়ায় নানা ও মামাশ্বশুরকে পাইপের সঙ্গে বেঁধে নির্যাতন (ভিডিও)

ইমদাদুল হক : [২] সাভারে যৌতুক না দিয়ে নাতনীকে দেখতে আসায় স্ত্রীর নানা ও মামাকে হাত পা বেধে মধ্য যুগীয় কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে জামাই ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

[৩] এলাকাবাসী সূত্রে জানাযায় ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সোনিয়া আক্তারের সাথে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বসির মহাজনের বখাটে ছেলে আবুল কালামের সাথে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক না দেয়ায় ও তেমন খোজ খবর না নেয়ায় ১০ আগষ্ট মেয়ের নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহিদ মোল্লা সোনিয়া আক্তারকে দেখতে তার বাড়িতে আসেন। বিয়ের সময় পিতৃহারা সোনিয়ার পক্ষ হতে জামাইকে যৌতুক না দেয়া নিয়ে আক্রোশ বশত পূর্ব পরিকল্পিতভাবে নানা শশুর ও মামা শশুরকে বাড়ীর ছাদে নিয়ে পাইপের সাথে হাত বেধে মারপিট করেন মেয়ের জামাই আবুল কালাম ও আবুল কালামের বাবা বসির মহাজন।

[৪] মারধর শেষে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা কেড়ে নিয়ে তাদেরকে বাড়ির ছাদে নিয়ে আবারও মারধর করে হত্যার চেষ্টা করে তাদেরকে গুম করার পরিকল্পনা করলে এলাকাবাসী ৯৯৯ নাইনে ফোন করলে পুলিশ তাদেরকে উদ্ধার করে। মঙ্গলবারের এঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তোলে। ভুক্তভোগী ও এলাকাবাসী কঠোর শাস্তি দাবি করেছেন অভিযুক্তদের। এলাকাবাসীর আরও অভিযোগ বসির মহাজন ও তার ছেলে আবুল কালাম বখাটে হওয়ায় এলাকায় নানা অপরাধ মুলক কাজ করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাননা কারণ তারা প্রভাবশালী। এদিকে ঘটনার সত্যতা জানতে বসির মহাজনের বাড়িতে গেলে সাংবাদিকদের দেখেই বাবা ও ছেলে ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন।

[৫] এবিষয়ে সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবন্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়