রেদওয়ানুল হক: [২] ঠাকুরগাঁও সদর উপজেলার আখানাগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
[৩] মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে ওই ইউনিয়নের বারোপঠিয়া গ্রামের এই ঘটনা ঘটে। রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[৪] পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মারুফ নিজের ঘরে টেবিল ফ্যান মেরামত করার সময় মাল্টিপ্লাকের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় মারুফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।