তৌহিদুর রহমানj: কাঁঠাল, স্কুলব্যাগ ও মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে গাঁজা পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাব-১৪ সদস্যদের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে । মঙ্গলবার সকালে কোষবিহীন কাঁঠাল, স্কুলব্যাগ ও মটরসাইকেলের ভিতর বিশেষ কৌশলে রাখা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মো. মানিক মিয়া (২৮), একই উপজেলার চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চন্তিপাড়া গ্রামের আলী আকবর (২৪), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিল গ্রামের মো. আমিন (৩২), জেলার কসবা উপজেলার কুইয়া পানিয়া গ্রামের মো. আমির হোসেন (৩০)।
র্যাব-১৪, ভৈরব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টায় ও সকাল সোয়া ৮টায় আশুগঞ্জ টোলপ্লাজায় পৃথক অভিযান চালানো হয়। এসময় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।