শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে তালেবানের দখলকৃত অঞ্চলে সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক করলো জাতিসংঘ

সুমাইয়া ঐশী: [২] সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তালেবানকে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট এ সতর্কবার্তা দিয়ে বলেন, জাতিসংঘের কাছে তালেবান কর্তৃক দখলকৃত অঞ্চলে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে। তাদের একের পর এক অঞ্চল দখল এবং আফগান সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ আফগান নাগরিকদের জন্য আতঙ্কের সৃষ্টি করেছে। দ্য জার্নাল

[৩] তালেবানের সহিংসতার কথা উল্লেখ করে মিশেল বলেন, গত ৯ জুলাই শুধুমাত্র লস্করগাহ, কান্দাহার, হেরাত এবং কুন্দুজ এই চার অঞ্চলে শিশুসহ অন্তত ১৮৩ জন বেসামরিক নাগরিক মারা গেছেন এবং আহতর হয়েছেন ১ হাজার ১৮১জন। প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়েও বহুগুণে বেশি। এমনকি আত্মসমর্পণের পরও আফগান বাহিনীর সদস্যদের হত্যার কথা উল্লেখ করেও গভীর শঙ্কা প্রকাশ করেন ব্যাচলেট।

[৪] এদিকে জাতিসংঘ ছাড়াও তালেবানের ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্রও। মঙ্গলবার একজন মার্কিন শান্তি কর্মকর্তা বলেন, জোরপূর্বক আফগানিস্তানের ক্ষমতা দখলকারী কেউই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না। এপি

[৫] তালেবানের ওপর চাপ সৃষ্টি করতে ইতোমধ্যেই মার্কিন কর্মকর্তা জলময় খলিলজাদের দোহা ও কাতার ভ্রমণের ঘোষণাও এসেছে। জাতিসংঘের পক্ষ থেকেও যাতে জোরপূর্বক ক্ষমতা দখল করলে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা আসে, সে লক্ষ্যেই আলাপ আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র। তালেবানের বিরুদ্ধে কাতার এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিক্রিয়া প্রকাশ নিয়েও আলোচনা করবেন খালিদজাদে।

[৬] এদিকে, মঙ্গলবার তালেবান প্রধান অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, সেই বার্তা টুইটারে আপলোড করেছেন দোহায় তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম। সেই অডিও বার্তায় তালেবানের সদস্যদের আফগান বাহিনী এবং আফগানিস্তানের সরকারি বাহিনীর কোনো ক্ষতি না করার নির্দেশ দেওয়া হলেও, এই নির্দেশ তালেবান যোদ্ধারা কতটুকু মানবেন তা স্পষ্ট নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়