শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১০:৪৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ১০:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাব’

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে অজিরা। যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।

আর অস্ট্রেলিয়াকে এই সর্বনিম্ন রানের লজ্জা উপহার দেওয়ার নেতৃত্বে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেননা শেষ ম্যাচে ৩.৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। শেষ ওভারেই তুলে নেন ২ উইকেট। সূত্র: সময়টিভি

তবে শেষ উইকেট যখন ক্রিজে, তখন উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের কথা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাচ তখন একেবারেই শেষপ্রান্তে। আর একটা ড্রিম ডেলিভারি হলেই চুকে যাবে সব। অজিবধ তো আগেই হয়ে গেছে। সিরিজও জেতা সারা। তবে আজকের ম্যাচটা জিতলে ব্যবধানটা আরও বাড়বে এই যা।

১৪ তম ওভারের প্রথম বলে অজি পেসার নাথান এলিসকে বোকা বানিয়ে বোল্ড করার পর অস্টেলিয়ার শেষ ব্যাটসম্যান ক্রিজে।

এমন সময় উইকেটের পেছন থেকে নুরুল হাসান উচ্চস্বরে বলে উঠেন, ‘নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই অনেকদিন পর বাসায় যাব।’

এলিসকে সাজঘরে পাঠানোর তিন বল পরই ওভারের চতুর্থ বলে ফেরান অ্যাডাম জাম্পাকে। এর মধ্য দিয়েই টিম অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে যায়। বাংলার বুকে রচিত হয় অনন্য মহাকাব্য। যার অন্যতম রচয়িতা সাকিব আল হাসান।

আগের ম্যাচেই শনিবার (৭ আগস্ট) ড্যান ক্রিশ্চিয়ানের কাছে এক ওভারে ৫ ছক্কা হজম করার পর কত ট্রল-মিম, সব মুখবুঝে সয়ে ছিলেন, কারণ তিনি কিভাবে নিন্দুকের সমালোচনার জবাব দিতে হয় তা ভালো করেই জানেন।

চার চারটি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা, নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। আর কি চাই!

সাকিব ছাড়া সাইফুদ্দিন ৩টি, নাসুম আহমেদ ২টি এবং অধিনায়ক রিয়াদ নেন ১টি উইকেট।

এর আগে সোমবার (৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন নাঈম শেখ। এছাড়া মাহমুদউল্লাহ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩ রান করেন।

এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়