শিরোনাম
◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি ◈ ৭০ হাজার ছাড়ালো এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ◈ জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করতে সরকার চালু করল ‘গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম’ ◈ নাজমুল হো‌সেন শান্ত আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ◈ নতুন উপদেষ্টা পরিষদ নিয়ে তথ্য দিলেন সেই ভুয়া এফবিআই কর্মকর্তা (ভিডিও) ◈ আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: আমীর খসরু ◈ আ.লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল (ভিডিও) ◈ ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের ◈ আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে’ — সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ হাসিনাকে ফিরিয়ে আইনের মুখোমুখি করুন: ভারতকে ফখরুল

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে করোনা উপসর্গে মৃত্যু৩, আক্রান্ত ৬ হাজার ৫শত ৪৯ জন

স্বপন দেব: [২] জেলায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন নতুন করে ১০৬ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

[৩] সোমবার (৯ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৪] উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন,আব্দুল হক (৬০) কমলগঞ্জ,সরাজ মিয়া(৬১) শ্রীমঙ্গল রোববার দিবাগত রাত ১ টার দিকে মারা যান ও মৌলভীবাজার সদর এলাকার ফুলজান বিবি (১১০) সোমবার সকাল ৭ টায় মারা যান। তিন জন মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন।

[৫] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তেরহার ৩৪ দশমিক ৩ শতাংশ।

[৬] এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৫৪৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৭ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ায় ১৯ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৫৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৭] সুস্থ হয়েছেন ১৫৮ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩৫ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫৬ জন, বড়লেখার ৫৮ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৩ জন।

[৮] এ পর্যন্ত সরকারি রেকর্ড অনুসারে করোনায় মৌলভীবাজারে মোট ৬৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে বেসরকারি ভাবে মৃত্যুর সংখ্যা প্রায় তিগুণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়