শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে করোনা উপসর্গে মৃত্যু৩, আক্রান্ত ৬ হাজার ৫শত ৪৯ জন

স্বপন দেব: [২] জেলায় দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন নতুন করে ১০৬ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

[৩] সোমবার (৯ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৪] উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন,আব্দুল হক (৬০) কমলগঞ্জ,সরাজ মিয়া(৬১) শ্রীমঙ্গল রোববার দিবাগত রাত ১ টার দিকে মারা যান ও মৌলভীবাজার সদর এলাকার ফুলজান বিবি (১১০) সোমবার সকাল ৭ টায় মারা যান। তিন জন মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন।

[৫] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তেরহার ৩৪ দশমিক ৩ শতাংশ।

[৬] এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৫৪৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৭ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ায় ১৯ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৫৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৭] সুস্থ হয়েছেন ১৫৮ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩৫ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫৬ জন, বড়লেখার ৫৮ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৩ জন।

[৮] এ পর্যন্ত সরকারি রেকর্ড অনুসারে করোনায় মৌলভীবাজারে মোট ৬৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে বেসরকারি ভাবে মৃত্যুর সংখ্যা প্রায় তিগুণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়