সুমাইয়া ঐশী: [২] এর মাধ্যমে অতি শক্তিশালী অস্ত্র তৈরি সম্ভব, জানাচ্ছেন বিশেষজ্ঞরা [৩] হিরা বর্তমানের পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ হিসেবে বিবেচিত হলেও খুব শিগগিরই এই অবস্থান হারাতে পারে হিরা। জানা গেছে, চীনা বিজ্ঞানীরা এএম-৩ নামের এমন একটি পদার্থ তৈরি করেছেন, যা হার মানাবেব হিরাকেও। সাধারণত শক্ত পদার্থের হিসেবে হিরার স্কোর যেখানে ৫০-৭০ সেখানে এএম-৩ এর স্কোর ১০০। সাউথ চাইনা মনির্ং পোস্ট
[৪] হিরা বা অন্যান্য অলঙ্কারের মতো এই বস্তুটি আকর্ষণীয় না হলেও এটি হাই-টেক শিল্পে ব্যবহার করা যাবে। কার্বন দ্বারা তৈরি এএম-৩ অর্ধপরিবাহী। সিলিকনের মতো কার্যকরী এই পদার্থের মাধ্যমে বুলেটপ্রুফ কাঁচ তৈরি করাও সম্ভব। বর্তমানে বাজারে প্রচলিত বুলেটপ্রুফ পদার্থগুলোর তুলনায় এএম-৩ হবে ২০ থেকে ১০০ গুণ শক্তিশালী। ইয়ন
[৫] এএম-৩ এর ফোটো ইলেক্ট্রনিক ডিভাইসে ব্যবহার করা যাবে। উচ্চ তাপমাত্রায় টিকে থাকার সক্ষমতার কারণে পরবর্তীতে এই পদার্থ শক্তিশালী অস্ত্র তৈরিতে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৃহৎ পর্যায়ে এর উৎপাদন শুরু এখনই সম্ভব না। এএম-৩ এর কারণে বিশ্ববাজারে হিরার চাহিদা বা মূল্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।