জেরিন আহমেদ: [২] সোমবার (০৯ আগস্ট) সকালে ২৬ নং শালবন ক্যাম্প থেকে মো. রফিক (২২) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
[৩] নিহত রফিক ২৬ নং শালবন ক্যাম্পের ই/৫ ব্লকের নূর হোসেনের ছেলে।
[৪] পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ নং ক্যাম্পের ব্লক ডি/২ সংলগ্ন পাহাড়ি ঝিরির পানিতে হাত-বাঁধা অবস্থায় এক লাশ পড়ে আছে। এমন খবর পেয়ে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা লাশ উদ্ধার। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
[৫] বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এপিবিএন সদস্যরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। তবে তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। সূত্র: ডিবিসি, ঢাকা পোস্ট