শাহীন খন্দকার: [২] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেছেন, ‘পরিদপ্তরে (আরজেএসসি) যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের অটোমেশন করার পাশাপাশি অনেক সংস্কার আনা হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা এখন অনলাইনে অল্প সময় ও কম খরচে কোম্পানি নিবন্ধন সেবা পাচ্ছেন। তবে এই সেবা আরও সহজ করতে আরজেএসসিতে এখনও অনেক সংস্কার প্রয়োজন।’
[৩] রোববার এক ওয়েবিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে সময় ও ব্যয় কমানো, প্রক্রিয়া সংক্রান্ত যেসব বাধা ও জটিলতা রয়েছে সেগুলো সহজকীরণের উদ্দেশ্যে বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এ ওয়েবিনারের আয়োজন করে। এতে সহযোগিতা দিয়েছে ইউএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইম্প্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস এনাবলিং এনভায়রনমেন্ট।
[৪] বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খানের সঞ্চালনায় ওয়েবিনারে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফিড দি ফিউচার অফিস অফ ইকোনমিক গ্রোথ ইউএসএইডের ভারপ্রাপ্ত ডেপুটি অফিস ডিরেক্টর রেবেকা মোনিকেয়ালা, ইউএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইম্প্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস এনাবলিং এনভায়রেনমেন্ট একটিভিটি এর চিফ অব পার্টি (এক্টিং) মার্ক শিমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।
[৫] টিপু মুনশি বলেন, বাংলাদেশ সরকার ব্যবসা-বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় নীতি সংস্কার বাস্তবায়নে বদ্ধপরিকর। কোম্পানি নিবন্ধন প্রক্রিয়ায় প্রশাসনিক ব্যয় ব্যাপকভাবে কমিয়ে আনতে আরো পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, সরকার বিদ্যমান কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ ও ব্যবসায় পরিবেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।
[৬] বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।এসব দেশে কোম্পানি নিবন্ধনে এক ঘন্টা সময় প্রয়োজন হয়। নিউজিল্যান্ডে মাত্র ১০ মিনিটে একটি কোম্পানি নিবন্ধন করতে পারে। বৈশি^ক ও আঞ্চলিক উদাহরণগুলো বিবেচনায় নিয়ে আরজেএসসি প্রয়োজনীয় সংস্কারে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।