শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮৮’র অসমাপ্ত বিপ্লব সম্পূর্ণ করতে মিয়ানমারের রাজপথে জান্তাবিরোধী বিক্ষোভকারীরা

লিহান লিমা: [২] ১৯৮৮ সালে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে মিয়ানমারের রক্তাক্ত বিপ্লবের বার্ষিকীতে রোববার দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ করে জনতা। ১৯৬২ সাল থেকে চলমান সেনা শাসন ৮৮ সালের অভ্যুত্থানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলো। ওই বিপ্লবে কমপক্ষে ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। রয়টার্স

[৩] রোববার বিক্ষোভকারীরা ‘৮-৮-৮৮ গণতন্ত্রের অভ্যূত্থান’ এর কথা উল্লেখ করে বলেন, ‘এইদিনই সামরিক শাসন চূর্ণ হয়েছিলো।’ মান্দালয় অঞ্চলের উন্ডউইন শহরের বিক্ষোভকারীরা বলেন, ‘৮৮-র ঋণ ২১ এ পরিশোধ করতে হবে।’ মিয়াং শহরের এক বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘৮-৮-৮৮ এর অসমাপ্ত কাজ শেষ করতে চলুন সংগ্রাম করি।’

[৪] এশিয়া টাইমসে লেখা এক বিশ্লেষণে ইয়াঙ্গুন ভিত্তিক তাগুং ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ (টিআইপিএস) এর নির্বাহী পরিচালক ইয়ে মায়ো হেন বলেন, ‘১৯৯০ সাল থেকেই নানা ছদ্মবেশে দেশের ক্ষমতা দখল করে রেখেছে তাতমাদাও। ২০১৯ সালের নভেম্বরের নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এনএলডি এবার তাতমাদাওয়ের অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রমে লাগাম টানতে চাইবে। সেনাবাহিনীর মধ্যে ২০০৮ সালে সংবিধান সংশোধন বা বাতিলে আশঙ্কা ঢুকে যায়। জান্তা সরকার এনএলডি এবং সুু চিকে নির্মূল করার দীর্ঘ পরিকল্পনা আঁটে। কিন্তু গণধর্মঘট, সশস্ত্র সহিংসতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ভঙ্গুর অর্থনীতি ও মহামারী মিয়ানমারকে দ্রুত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এবং এর দায় স্পষ্টতই সেনাবাহিনীর। কোনো ধরণের নৈতিক অবস্থান না রেখে শুধুমাত্র জোর-জবরদস্তি দিয়ে দেশ দখলের ভয়ঙ্কর পদ্ধতি বেছে নিয়েছে তাতমাদাও।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়