রাশিদুল ইসলাম : [২] আগেই তালেবানরা হুমকি দিয়েছিল আফগান সরকারের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তারা হত্যা করবে। তালেবানদের ওপর আফগান সরকারের বিমান হামলার বিরুদ্ধে তারা এ হুমকি দেয়। জুম্মার নামাজ শেষে কাবুলের একটি মসজিদ থেকে বের হয়ে আসার সময় আফগান সরকারের মিডিয়া প্রধান দাওয়া খান মানাপালকে গুলি করে হত্যা করে তালেবানরা। এনডিটিভি/আল-জাজিরা
[৩] আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানিকজাই বলেছেন দাওয়া ছিলেন এক দেশপ্রেমিক ব্যক্তি। তালেবানরা তাকে হত্যার দায় স্বীকার করে বলেছে মুজাহিদদের এক বিশেষ অভিযানে সে নিহত হয়েছে।
[৪] এদিকে আফগানিস্তানের পাকতিয়ায় শিখ ধর্মাবলম্বীদের পতাকা অপসারণ করেছে তালেবানরা। ঐতিহাসি থালা সাহিব গুরুদুয়ারা থেকে নিশান শাহিব নামে পরিচিত ওই পতাকা সরিয়ে ফেলে।
[৫] এদিকে তুর্কমেনিস্তানে আফগান সংকট নিরসনে মধ্যএশিয়ার ৫টি দেশের নেতারা বৈঠক শুরু করেছেন। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ বলেছেন আফগান পরিস্থিতি আমাদের সবার জন্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
[৬] এদিকে পাকিস্তান বলেছে তারা তালেবানদের জোর করে কাবুল দখল মেনে নেবে না। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরামর্শক মঈদ ইউসুফ বলেছেন আফগানিস্তান সংকটের রাজনৈতিক সমাধানই আমাদের কাম্য। আফগান সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার।