শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানাজায় গিয়ে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী এক নারীর জানাজায় গিয়ে করিম উদ্দিন শাকিল (২৫) নামের উপজেলা ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। জাগো নিউজ২৪

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে করালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাকিল বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের করালিয়া এলাকায় একটি জানাজায় অংশ নিতে গেলে সন্ত্রাসীরা তার দুই পায়ে গুলি করে এবং রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ করে বলেন, ‘মেয়র কাদের মির্জা অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্চি মাসুদ, মানিক, দিলিপ দাস, জিসান, ফাহাদসহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাকিলের ওপর গুলি করে পিটিয়ে পা ভেঙে দেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়