শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানাজায় গিয়ে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী এক নারীর জানাজায় গিয়ে করিম উদ্দিন শাকিল (২৫) নামের উপজেলা ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। জাগো নিউজ২৪

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে করালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাকিল বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের করালিয়া এলাকায় একটি জানাজায় অংশ নিতে গেলে সন্ত্রাসীরা তার দুই পায়ে গুলি করে এবং রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ করে বলেন, ‘মেয়র কাদের মির্জা অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্চি মাসুদ, মানিক, দিলিপ দাস, জিসান, ফাহাদসহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাকিলের ওপর গুলি করে পিটিয়ে পা ভেঙে দেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়