শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানাজায় গিয়ে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আহত

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী এক নারীর জানাজায় গিয়ে করিম উদ্দিন শাকিল (২৫) নামের উপজেলা ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। জাগো নিউজ২৪

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে করালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাকিল বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের করালিয়া এলাকায় একটি জানাজায় অংশ নিতে গেলে সন্ত্রাসীরা তার দুই পায়ে গুলি করে এবং রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু অভিযোগ করে বলেন, ‘মেয়র কাদের মির্জা অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্চি মাসুদ, মানিক, দিলিপ দাস, জিসান, ফাহাদসহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাকিলের ওপর গুলি করে পিটিয়ে পা ভেঙে দেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়