শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১২:২২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

জহিরুল ইসলাম শিবলু: [২] লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

[৩] এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশ বলছে সিএনজি চালিত অটোরিকশা যোগে ৪/৫ জন দুর্বৃত্ত এসে এ হামলা চালায়। এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এদিকে জেলা আওয়ামী লীগ এ হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে তারা অস্থীতিশীল করতে চাইছে। আহত হারুন স্থানীয় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।

[৪] প্রত্যক্ষদর্শী, স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজি চালিত অটোরিকশা যোগে ৪/৫ জনের সন্ত্রাসী দল এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি, পা ও মাথা রক্তাক্ত জখম করে। পরে আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় বলে জানান স্থানীয়রা।

[৫] রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। এরপর অবস্থার অবনতিতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

[৬] এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সিএনজিযোগে এসে ৪/৫ জন দুর্বৃত্ত এ হামলা চালায়। এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়