শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ছড়ানোর আশঙ্কায় সাতক্ষীরার পিসিআর ল্যাব সিলগালা

ডেস্ক রিপোর্ট: ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাবটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভাইরাস ছড়াচ্ছে না, এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত ল্যাবটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনটিভি

এর আগে গত সোমবার করোনার নমুনা পরীক্ষার সময় দেখা যায়, সব নমুনায় করোনা পজিটিভ এসেছে। এতে ধারণা করা হয় যে, পিসিআর ল্যাব থেকে ভাইরাস ছড়াচ্ছে। পরে পিসিআরের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ভাইরাসমুক্ত করার জন্য ল্যাবটি তিন দিন সিলগালা করে রাখার সিদ্ধান্ত নেয়। ফলে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেটি বন্ধ থাকে। আজ শুক্রবারও বন্ধ রয়েছে ল্যাবটি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ভাইরাস ছড়ানোর কারণে ল্যাবটি সিলগালা করে রাখা হয়েছে। শনিবার সেটিতে ফের পরীক্ষার চেষ্টা করা হবে। ফলাফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দু-একদিন বন্ধ রাখা হবে।

এদিকে, দুমাস ধরে প্রতিদিন দুই দফায় এই ল্যাবে সাতক্ষীরা ছাড়াও যশোর, মাগুরা ও নড়াইল থেকে আসা নমুনা পরীক্ষা করা হতো। এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। ল্যাবে কয়েকশ নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

সিভিল সার্জন আরও জানান, পিসিআরের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা খুলনায় পরীক্ষার জন্য বলা হলেও তারা সম্মত না হওয়ায় সেগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়