শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ছড়ানোর আশঙ্কায় সাতক্ষীরার পিসিআর ল্যাব সিলগালা

ডেস্ক রিপোর্ট: ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাবটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভাইরাস ছড়াচ্ছে না, এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত ল্যাবটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনটিভি

এর আগে গত সোমবার করোনার নমুনা পরীক্ষার সময় দেখা যায়, সব নমুনায় করোনা পজিটিভ এসেছে। এতে ধারণা করা হয় যে, পিসিআর ল্যাব থেকে ভাইরাস ছড়াচ্ছে। পরে পিসিআরের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ভাইরাসমুক্ত করার জন্য ল্যাবটি তিন দিন সিলগালা করে রাখার সিদ্ধান্ত নেয়। ফলে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেটি বন্ধ থাকে। আজ শুক্রবারও বন্ধ রয়েছে ল্যাবটি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ভাইরাস ছড়ানোর কারণে ল্যাবটি সিলগালা করে রাখা হয়েছে। শনিবার সেটিতে ফের পরীক্ষার চেষ্টা করা হবে। ফলাফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দু-একদিন বন্ধ রাখা হবে।

এদিকে, দুমাস ধরে প্রতিদিন দুই দফায় এই ল্যাবে সাতক্ষীরা ছাড়াও যশোর, মাগুরা ও নড়াইল থেকে আসা নমুনা পরীক্ষা করা হতো। এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। ল্যাবে কয়েকশ নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

সিভিল সার্জন আরও জানান, পিসিআরের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা খুলনায় পরীক্ষার জন্য বলা হলেও তারা সম্মত না হওয়ায় সেগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়