শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিমানে বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে যুবকের আত্মহত্যা

সুজন কৈরী : [২] রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজার সংলগ্ন হোটেল নিউ মিতালীতে গলায় গামছা পেঁচিয়ে রাকিব (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব পিরোজপুরের মঠবাড়িয়ার বড় হাজারি গ্রামের হিমু মিয়ার ছেলে।

[৩] মতিঝিল থানার এসআই জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিউ মিতালী আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০৪ রুম থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হোটেলের লোকজন জানিয়েছেন, গত ২৬ জুলাই রাকিব ওই হোটেলের ৪০৪ নম্বর রুমে ওঠেন। বৃহস্পতিবার সকালে তার রুমের দরজা বন্ধ পায় হোটেল কর্তৃপক্ষ। ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

[৪] মৃতের পরিবার জানিয়েছে, ৭ থেকে ৮ দিন আগে পরিবারের সঙ্গে রাগ করে রাকিব ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার হোটেল রুমে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

[৫] মৃতের চাচা নিজাম উদ্দিন জানান, রাকিব একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। সাত-আট দিন আগে বাড়ি থেকে রাগারাগি করে ঢাকায় চলে আসে। বাড়ি থেকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। পরে খবর পাওয়া যায় রাকিব আত্মহত্যা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়