সুজন কৈরী : [২] রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজার সংলগ্ন হোটেল নিউ মিতালীতে গলায় গামছা পেঁচিয়ে রাকিব (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব পিরোজপুরের মঠবাড়িয়ার বড় হাজারি গ্রামের হিমু মিয়ার ছেলে।
[৩] মতিঝিল থানার এসআই জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিউ মিতালী আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০৪ রুম থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হোটেলের লোকজন জানিয়েছেন, গত ২৬ জুলাই রাকিব ওই হোটেলের ৪০৪ নম্বর রুমে ওঠেন। বৃহস্পতিবার সকালে তার রুমের দরজা বন্ধ পায় হোটেল কর্তৃপক্ষ। ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
[৪] মৃতের পরিবার জানিয়েছে, ৭ থেকে ৮ দিন আগে পরিবারের সঙ্গে রাগ করে রাকিব ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার হোটেল রুমে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
[৫] মৃতের চাচা নিজাম উদ্দিন জানান, রাকিব একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। সাত-আট দিন আগে বাড়ি থেকে রাগারাগি করে ঢাকায় চলে আসে। বাড়ি থেকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। পরে খবর পাওয়া যায় রাকিব আত্মহত্যা করেছেন।