শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৭, ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম) স্থানীয় জনসাধারণকে বলেন, ‘হত্যা এবং লুটপাটের সংগে যেসব দুষ্কৃতিকারী জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন।

[৪] তিনি বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেল এসপি সুমন কর, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনসহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ। সংঘর্ষে নিহত ও লুটপাটের ঘটনায় উভয়পক্ষের পৃথক দু’টি মামলা হয়।

[৫] পুলিশ এখন পর্যন্ত ০৭ জনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলে থানা সুত্রে জানা যায়।

[৬] উল্লেখ্য গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের ফকিরপাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের একব্যক্তি নিহত হন। এ ঘটনার তিনদিন পর সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনকে আসামী করে নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

[৭] অপরদিকে সোমবার (২৬ জুলাই) রাতে বাড়ি ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত শাহীন মাতুব্বরের স্ত্রী মালা চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা তিন শতাধিকসহ ৬৯ জনের নাম উল্লেখ বোয়ালমারী থানায় মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়