শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ শতাংশ রিপাবলিকান এখনো কোভিড টিকা নিতে ইতস্তত করছেন, বলছে সমীক্ষা

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউট ও ইন্টারফেইথ ইয়ুথ কোরের জরিপে দেখা গেছে ধর্মীয় কারণেই এসব রিপাবলিকানরা টিকা নিতে চাচ্ছেন না। তারা বিশ^াসও করেন না টিকা কোভিড প্রতিরোধ করতে পারে। ফক্স নিউজ

[৩] গত ৭ থেকে ২৩ জুন এ জরিপে ৫ হাজার ১২৩ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেয় যাদের মধ্যে ৬৪ শতাংশ রিপাবলিকান বলছেন তারা টিকা নেওয়াকে যুক্তিসঙ্গত বলেই মনে করেন। এদের মধ্যে ১৮ শতাংশ টিকা নিতে ইতস্তত করলেও ১৯ শতাংশ বলছেন তারা কখনোই টিকা নেবেন না।

[৪] গত মার্চে ফার-রাইট টেলিভিশনের একটি খবরে বলা হয়েছিল ৩১ শতাংশ রিপাবলিকান টিকা নেবেন না বলে মনস্থির করলেও তা পরবর্তীতে ৪৬ শতাংশে উন্নীত হয়।

[৫] রিপাবলিকানদের মধ্যে শে^তাঙ্গ প্রোটেস্টান্টরা ধর্মীয় কারণে টিকা নিতে চান না। এদের সংখ্যা ২৪ শতাংশ। অন্যধর্মের ২১ শতাংশ টিকা নেননি।

[৬] তবে টেলিভিশন সংবাদ দেখেন না এমন ৫৩ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। এদের ২৪ শতাংশ নেননি এবং ২৩ শতাংশ ইতস্তত করছেন।

[৭] তবে জরিপে অংশ নেয়াদের মধ্যে ৭১ শতাংশ এও বলেছেন তারা কোনো না কোনো সময় টিকা নিয়ে নেবেন। ১৫ শতাংশ এখনো পর্যবেক্ষণ করছেন যারা টিকা নিয়েছে তা তাদের মধ্যে কিভাবে কাজ করে। ১৩ শতাংশ একেবারেই টিকা নিতে রাজি নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়