শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ শতাংশ রিপাবলিকান এখনো কোভিড টিকা নিতে ইতস্তত করছেন, বলছে সমীক্ষা

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউট ও ইন্টারফেইথ ইয়ুথ কোরের জরিপে দেখা গেছে ধর্মীয় কারণেই এসব রিপাবলিকানরা টিকা নিতে চাচ্ছেন না। তারা বিশ^াসও করেন না টিকা কোভিড প্রতিরোধ করতে পারে। ফক্স নিউজ

[৩] গত ৭ থেকে ২৩ জুন এ জরিপে ৫ হাজার ১২৩ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেয় যাদের মধ্যে ৬৪ শতাংশ রিপাবলিকান বলছেন তারা টিকা নেওয়াকে যুক্তিসঙ্গত বলেই মনে করেন। এদের মধ্যে ১৮ শতাংশ টিকা নিতে ইতস্তত করলেও ১৯ শতাংশ বলছেন তারা কখনোই টিকা নেবেন না।

[৪] গত মার্চে ফার-রাইট টেলিভিশনের একটি খবরে বলা হয়েছিল ৩১ শতাংশ রিপাবলিকান টিকা নেবেন না বলে মনস্থির করলেও তা পরবর্তীতে ৪৬ শতাংশে উন্নীত হয়।

[৫] রিপাবলিকানদের মধ্যে শে^তাঙ্গ প্রোটেস্টান্টরা ধর্মীয় কারণে টিকা নিতে চান না। এদের সংখ্যা ২৪ শতাংশ। অন্যধর্মের ২১ শতাংশ টিকা নেননি।

[৬] তবে টেলিভিশন সংবাদ দেখেন না এমন ৫৩ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। এদের ২৪ শতাংশ নেননি এবং ২৩ শতাংশ ইতস্তত করছেন।

[৭] তবে জরিপে অংশ নেয়াদের মধ্যে ৭১ শতাংশ এও বলেছেন তারা কোনো না কোনো সময় টিকা নিয়ে নেবেন। ১৫ শতাংশ এখনো পর্যবেক্ষণ করছেন যারা টিকা নিয়েছে তা তাদের মধ্যে কিভাবে কাজ করে। ১৩ শতাংশ একেবারেই টিকা নিতে রাজি নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়