শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪০ শতাংশ রিপাবলিকান এখনো কোভিড টিকা নিতে ইতস্তত করছেন, বলছে সমীক্ষা

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউট ও ইন্টারফেইথ ইয়ুথ কোরের জরিপে দেখা গেছে ধর্মীয় কারণেই এসব রিপাবলিকানরা টিকা নিতে চাচ্ছেন না। তারা বিশ^াসও করেন না টিকা কোভিড প্রতিরোধ করতে পারে। ফক্স নিউজ

[৩] গত ৭ থেকে ২৩ জুন এ জরিপে ৫ হাজার ১২৩ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেয় যাদের মধ্যে ৬৪ শতাংশ রিপাবলিকান বলছেন তারা টিকা নেওয়াকে যুক্তিসঙ্গত বলেই মনে করেন। এদের মধ্যে ১৮ শতাংশ টিকা নিতে ইতস্তত করলেও ১৯ শতাংশ বলছেন তারা কখনোই টিকা নেবেন না।

[৪] গত মার্চে ফার-রাইট টেলিভিশনের একটি খবরে বলা হয়েছিল ৩১ শতাংশ রিপাবলিকান টিকা নেবেন না বলে মনস্থির করলেও তা পরবর্তীতে ৪৬ শতাংশে উন্নীত হয়।

[৫] রিপাবলিকানদের মধ্যে শে^তাঙ্গ প্রোটেস্টান্টরা ধর্মীয় কারণে টিকা নিতে চান না। এদের সংখ্যা ২৪ শতাংশ। অন্যধর্মের ২১ শতাংশ টিকা নেননি।

[৬] তবে টেলিভিশন সংবাদ দেখেন না এমন ৫৩ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। এদের ২৪ শতাংশ নেননি এবং ২৩ শতাংশ ইতস্তত করছেন।

[৭] তবে জরিপে অংশ নেয়াদের মধ্যে ৭১ শতাংশ এও বলেছেন তারা কোনো না কোনো সময় টিকা নিয়ে নেবেন। ১৫ শতাংশ এখনো পর্যবেক্ষণ করছেন যারা টিকা নিয়েছে তা তাদের মধ্যে কিভাবে কাজ করে। ১৩ শতাংশ একেবারেই টিকা নিতে রাজি নয় বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়