লিহান লিমা: [২]দীর্ঘ কয়েক দশক পর ২০২৪ সালের মধ্যে চাঁদে মনুষ্যবাহী অভিযানের পরিকল্পনা করেছে নাসা। বেসরকারি মহাকাশ সংস্থা ব্লু-অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বলেন, নাসা তার কোম্পানিকে চাঁদের মহাকাশযান- লুনার ল্যান্ডার প্রস্তুতের নির্দেশ দিলে প্রকল্পের জন্য তিনি ২০০ কোটি ডলার দিতে প্রস্তুত রয়েছেন। গার্ডিয়ান
[৩]নাসা চাঁদে অভিযানের জন্য আগামী দুই অর্থবছরে সরকারি বাজেট থেকে যে পরিমাণ অর্থ খরচ করতো, তা বহন করার প্রস্তাব দিয়েছেন বেজোস। এছাড়া, পৃথিবীর নিম্ন-কক্ষপথে নিজস্ব পাথফাইন্ডার মিশনও পরিচালনা করবে ব্লু অরিজিন। এসবের বিনিময়ে নাসার প্রধান বিল নেসলনের কাছে পাঠানো এক চিঠিতে বেজোস এই কার্যাদেশ দেয়ার অনুরোধ জানায়।
[৪]মহাকাশ পর্যটন সম্প্রতি ধনকুবেরদের প্রতিযোগিতার পালে হাওয়া লেগেছে। গত এপ্রিলে টেসলার মালিক ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স-কে ২৮৯ কোটি ডলারের একক চুক্তি মোতাবেক পরবর্তী প্রজন্মের লুনার ল্যান্ডার তৈরি কার্যাদেশ দেয় নাসা।
[৫]চিঠিতে বেজোস বলেন, ‘শুধুমাত্র একটি উৎস থেকে সরঞ্জাম সংগ্রহ না করে, নাসার উচিত প্রতিযোগিতার মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেওয়া। যথাযথ প্রতিযোগিতা না হলে চুক্তি বাস্তবায়নের কিছুদিনের মধ্যেই ডিজাইন পরিবর্তন, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়া, ব্যয় বৃদ্ধিসহ নানামুখী সমস্যায় পড়বে নাসা।’
[৬]চলতি মাসেই মহাকাশ ভ্রমণ করেন বেজোস ও ব্লু-অরিজিনের কর্মীরা। বেজোসের মহাকাশ ভ্রমণের ৯ দিন আগে মহাকাশ থেকে ঘুরে আসেন ভার্জিন গ্যালাকটিক নামক একটি মহাকাশ পর্যটন কোম্পানির প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন।