শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান দিয়েগো চিড়িয়াখানায় বিরল তুষার চিতা কোভিড পজিটিভ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মার্কিন যুক্তরাষ্ট্রে সান দিয়েগো চিড়িয়াখানার মুখপাত্র বলেন, গত বৃহস্পতিবার প্রাণী বিশেষজ্ঞরা লক্ষ্য করছিলেন যে, বিরল প্রজাতির তুষার চিতার কাশি ও ঠান্ডা লেগেছে। তারা কোভিডের আশঙ্কা প্রকাশ করলে চিতার কোভিড পরীক্ষা করা হয়। ফল আসে পজিটিভ। কিন্তু, এই চিতা কিভাবে কোভিড পজিটিভ হলো সেটা আমরা বলতে পারছি না। অবশ্য এই চিতাকে কোভিড ভ্যাকসিন আগে দেওয়া হয়নি। সিএনএন

[৩] তিনি আরো বলেন, বিরল প্রকৃতরি এই চিতাকে খুব ভালোভাবে চিকিৎসা করা হচ্ছে। ওষুধও ভালো কাজ করছে।

[৪] চিড়িয়াখানার মুখপাত্র আরো বলেন, সান দিয়েগো চিড়িয়াখানায় অন্যান্য প্রাণীরা ভালো আছে। তাদের সবাইকে কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

[৫] স্নো লিপার্ড ট্রাস্টি মনে করেন, এই তুষার চিতা এতোটাই বিরল যে সারাবিশ্বে এই চিতা খুব বেশি হলে ৪ থেকে ৬ হাজার থাকতে পারে।

[৬] চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানুয়ারিতে প্রাণীদের রিকম্বিন্যান্ট পরিশোধিত স্পাইক প্রোটিন ভ্যাকসিন দেওয়া শুরু করেছিল। এটা শুধু প্রাণীদের জন্য মানুষের জন্যে ব্যবহার্য নয়। এই ভ্যাকসিন নিয়ে সব প্রাণীই ভালো আছে।

[৭] এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিড়িয়াখানার ভেটেরিনারি দল চিতাবাঘ, সিংহ, বাঘ, চিতা, জাগুয়ার, পর্বত সিংহ সহ ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে থাকা প্রানিগুলোর প্রতি সর্তক দৃষ্টি রেখেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়