আবদুল ওহাব: [২] বগুড়া শাজাহানপুরে রুপ সৌন্দর্যের আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত মৌসুমী (৩০) কে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য চার লক্ষাধিক টাকা।
[৩] রবিবার ২৬ জুলাই উপজেলার ডেমাজানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।স্থানীয়রা জানান, রুপ সৌন্দর্যকে পুজি করে মৌসুমী অনেকদিন থেকে মাদক কারবারী করছিল। কিন্তু এলাকার বখাটেদের সাথে তার ঘনিষ্ট সম্পর্ক থাকায় সবকিছু জানার পরও কেউ কোনকিছু বলার সাহস পেতো না। তাই পুলিশ তাকে গ্রেফতার করায় তারা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
[৪] পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে সে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অদ্য গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। শাজাহানপুর থানার এসআই শামীম এ তথ্য নিশ্চিত করে বলেন, মৌসুমীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আটককৃত হেরোইনের আনুমানিক মুল্য চার লক্ষাধিক টাকা।সম্পাদনা:অনন্যা আফরিন