শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুটিং তারকা টুম্পার ফুসফুসের ৭০ শতাংশ আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা কোভিড আক্রান্ত হয়ে ঢাকায় আইসিইউতে ভর্তি রয়েছেন। তার ফুসফুসের ৭০ শতাংশ আক্রান্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে তার পরিবার।

[৩] রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় টুম্পার ছোট ভাই জাহাঙ্গীর আলম ফুয়াদ বলেন, আগের থেকে আপুর অবস্থা এখন কিছুটা ভালো। তবে আগে আমরা যেটা জানতাম, ওর লান্সের ৪০ শতাংশ আক্রান্ত। এখন ডাক্তাররা বলছেন সেটা ৭০ শতাংশ।

[৪] এ অবস্থায় টুম্পার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ফেডারেশন থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে ফুয়াদ বলেন, ফেডারেশন থেকে এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করেননি। তবে ওর ক্লাব- ঢাকা রাইফেল ক্লাব থেকে নিয়মিত যোগাযোগ রাখছে।

[৫] টুম্পার সঙ্গে তার বাবা তসলিম উদ্দিনও করোনা আক্রান্ত হন। তিনিও একই হাসপাতালের কেভিনে ভর্তি। তার অবস্থা এখন ভালোর দিকে বলে জানান টুম্পার ছোট ভাই। দ্বিতীয় পরীক্ষায় কোভিড নেগেটিভ ফল এসেছে তার। ঈদের আগে টুম্পা ও টুম্পার বাবার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাদের দুজনের শরীরেই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়