শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় করোনায় একজনের মৃত্যু , নতুন শনাক্ত ৮৫

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় রোববার করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯০ জন।

[৩] শনিবার (২৪ জুলাই) থেকে রোববার (২৫ জুলাই) পর্যন্ত ২৪৭ জনের দেহের নমুনা পরিক্ষা করে নতুন করে ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। সদরে ২৬, গোবিন্দগঞ্জে ১৪, ফুলছড়িতে ২, সুন্দরগঞ্জে ১২, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে ১৬ ও সাদুল্যাপুর উপজেলায় ১২ জন।

[৪] গাইবান্ধা জেলা হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

[৫] করোনায় মৃত ওয়াজেদ আলীর (৮০) বাড়ি গাইবান্ধা পৌরসভার কেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মমিনপাড়ার বাসিন্দা।

[৬] তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন।

[৭] এর মধ্যে ৩২ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৯৪ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।

[৮] এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৩৯০ জনের মধ্যে ২২ হাজার ৩৪ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়