জেরিন আহমেদ: [২] মহামারী করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যর সময় কতটা ভয়াবহ জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণা রুপা মজুমদার।
[৩] গত ২২ জুলাই ফেসবুক লাইভে ডা. কৃষ্ণা বলেন, ‘একবার একজন করোনা রোগীর সঙ্গে এসে দেখা করে যান। আমি প্রায় শখানেক রোগী আজকে দেখেছি। কোনো স্বজনের চোখের দিকে তাকানো যাচ্ছে না। আপনারা এই জগৎ দেখেন নাই, কিন্তু কখনো দেখবেন না সেই গ্যারান্টি ওপরওয়ালা ছাড়া কেউ বলতে পারেন না। সূত্র: ফেসবুক থেকে
[৪] অত্যন্ত দুঃখ-ভারাক্রান্তভাবে বলছি, একেক জনের কষ্ট সহ্য করার মতো না। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু জানি না আজকের দিনটা বাঁচবেন কি না।’
[৫] ফেসবুক লাইভটিতে অসংখ্যা মানুষ আবেগঘন মন্তব্য করে তাকে ধন্যবাদ জানিয়েছেন । সেখানে এক ফেসবুক ব্যবহারকারী এলেন চাকমা আশুতোষ লিখেছেন, তারপরেও কোনোদিন হুশ ফিরবে বলে মনে হয় না স্যার। এতই অসচেতন মানুষ!!!
দিনে হাজার হাজার মানুষ মারা গেলেও পরিবর্তন হবে না মনে হচ্ছে এরা........................