শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে মাদক কারবারী হিজড়া মিল ২২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার

আফরোজা সরকার: [২] রংপুরের শীর্ষ মাদক কারবারী বহু মাদক মামলার অন্যতম আসামী নুরুল হক মিলন (৩৫) ওরফে হিজড়া মিলন এবং তার অন্যতম সহযোগী মিম (২৩) ২২৩ পিস ইয়াবাসহ গত শুক্রবার আবারও র‌্যাব-১৩ রংপুরেরহাতে গ্রেফতার হয়েছে।

[৩] র‌্যাব-১৩ রংপুরের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সংবাদ মাধ্যমেপ্রেরিত এক বার্তায় জানান, গোপনসংবাদের ভিত্তিতে গত ২৩শে জুলাই শুক্রবার সকালে র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল রংপুরমহানগরীর মেট্রোপলিটন কোতয়ালী থানারঠিকাদার পাড়া নুরপুর এলাকায় মিলনের বাসভবনে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২২৩ পিসইয়াবা, ২টি মোবাইল এবং নগদ অর্থ সহ মাদক কারবারী নুরুল হক মিলন (৩৫) ওরফে হিজড়া মিলন এবংতার অন্যতম সহযোগী মিম (২৩) কে গ্রেফতারকরেছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতমাদক কারবারী হিজড়া মিলন এবং তার অন্যতম সহযোগী দীর্ঘদিনযাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যমাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মহানগরীরকোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্টথানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] এলাকাবাসী সুত্রে জানা গেছে রংপুরের শীর্ষ মাদককারবারী নুরুল হক মিলন (৩৫) ওরফে হিজড়া মিলন ইতিপূর্বে বহুমাদক মামলায় পুলিশ এবং র‌্যাবের হাতে অনেকবার গ্রেফতার হয়েছে। তবে গ্রেফতারের কিছুদিনের মধ্যে পুনরায় জেলখানা থেকেরহস্যজনক ভাবে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ে। পাশাপাশি একাধিক কিশোরগ্যংয়ের নেতৃত্ব দিয়ে তার মাদকের রমরমা কারবার বেপরোয়া ভাবে চালিয়ে আসছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা গুলোর কঠোর নজরদারী এবং উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়