শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে মাদক কারবারী হিজড়া মিল ২২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার

আফরোজা সরকার: [২] রংপুরের শীর্ষ মাদক কারবারী বহু মাদক মামলার অন্যতম আসামী নুরুল হক মিলন (৩৫) ওরফে হিজড়া মিলন এবং তার অন্যতম সহযোগী মিম (২৩) ২২৩ পিস ইয়াবাসহ গত শুক্রবার আবারও র‌্যাব-১৩ রংপুরেরহাতে গ্রেফতার হয়েছে।

[৩] র‌্যাব-১৩ রংপুরের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সংবাদ মাধ্যমেপ্রেরিত এক বার্তায় জানান, গোপনসংবাদের ভিত্তিতে গত ২৩শে জুলাই শুক্রবার সকালে র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল রংপুরমহানগরীর মেট্রোপলিটন কোতয়ালী থানারঠিকাদার পাড়া নুরপুর এলাকায় মিলনের বাসভবনে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২২৩ পিসইয়াবা, ২টি মোবাইল এবং নগদ অর্থ সহ মাদক কারবারী নুরুল হক মিলন (৩৫) ওরফে হিজড়া মিলন এবংতার অন্যতম সহযোগী মিম (২৩) কে গ্রেফতারকরেছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতমাদক কারবারী হিজড়া মিলন এবং তার অন্যতম সহযোগী দীর্ঘদিনযাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যমাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মহানগরীরকোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্টথানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] এলাকাবাসী সুত্রে জানা গেছে রংপুরের শীর্ষ মাদককারবারী নুরুল হক মিলন (৩৫) ওরফে হিজড়া মিলন ইতিপূর্বে বহুমাদক মামলায় পুলিশ এবং র‌্যাবের হাতে অনেকবার গ্রেফতার হয়েছে। তবে গ্রেফতারের কিছুদিনের মধ্যে পুনরায় জেলখানা থেকেরহস্যজনক ভাবে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ে। পাশাপাশি একাধিক কিশোরগ্যংয়ের নেতৃত্ব দিয়ে তার মাদকের রমরমা কারবার বেপরোয়া ভাবে চালিয়ে আসছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা গুলোর কঠোর নজরদারী এবং উদ্যোগ নেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়