শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ টাকাসহ খাদ্য সামগ্রী দিলেন উপজেলা প্রশাসন

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড রুমখাঁ বউবাজার এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ২৩ জুলাই শুক্রবার সন্ধ্যায়।

[৩] শনিবার (২৪ জুলাই) সকাল ১১টায় ঢেউটিন,নগদ টাকা ও খাদ্য সহায়তা নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

[৪] অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপন দত্ত জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

[৫] উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপন দত্তের পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন,নগদ ৬হাজার টাকা,খাদ্য সামগ্রীসহ অন্যান্য সহায়তা প্রদান করি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে এবং পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।

[৬] ঘটনাস্থল পরিদর্শনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম,ইউপি সদস্য স্বপন শর্মা রনি উপস্থিত ছিলেন।

[৭] উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বউ বাজার এলাকার স্বপন দত্তের বাড়ি ভস্মীভূত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়