বাশার নূরু: [২] আবুল বাশার খুরশীদ আলম বলেছেন, টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তাদের জন্য এনআইডি ছাড়া জাতীয় টিকাদান যেভাবে হয়, সেইভাবে টিকা নেয়ার সুযোগ দেয়া হবে। শুক্রবার (২৩ জুলাই) মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকের একথা বলেন তিনি।
[৩] তিনি বলেন, একটা জিনিস আমি লক্ষ করেছি, এখনো যারা করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন, তাদের অনেকেই টিকা দেননি। কেনো দেয়নি জানতে চাইলে তারা বলেন, অনেকে ভয় থেকে দেয়নি, গ্রামে ছিলো এই কারণে দেয়নি। এমন অনেক কথা বলেছে। কিন্তু তাদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি। টিকা নিয়েছেন এমন কিছু লোকের সঙ্গে আমরা কথা বললাম। তারা জানিয়েছেন অন্যান্য করোনা রোগি থেকে তারা একটু বেশি সুস্থ রয়েছেন। এমনকি তাদের উপসর্গও অনেকটা কম।
[৪] করোনা প্রতিরোধে টিকা বড় ভূমিকা পালন করছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, সবাইকে করোনার টিকা দেয়া উচিত। এমনকি অনেক নার্স এখনো টিকা দেয়নি। এই হাসপাতালে অনেক স্বাস্থ্যকর্মী এখনো টিকা দেয়নি। সবাইকে বলবো, সবাই এখন টিকা দিবেন। টিকা দিলে সবার জন্য ভালো হবে। টিকা নেয়ার পরও অনেকেই আক্রান্ত হবে। তবে তাদের ঝুঁকি অনেক কম থাকে। অনেকের হাসপাতালে ভর্তি হতে হয় না টিকা দিলে।