শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ১২:২২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় চারুকলা প্রদর্শনীতে জবি শিক্ষার্থীর চিত্রকর্ম 'চিন্তার ঝড়'

অপূর্ব চৌধুরী: [২] শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকিব আকরাম-এর চিত্রকর্ম 'চিন্তার ঝড়' প্রদর্শিত হয়েছে।আকিব আকরাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী।

[৩] জানা যায়, গত ৯জুন নির্বাচন কমিটির বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে চিত্রকর্মটি চূড়ান্ত প্রদর্শনীর জন্য মনোনীত হয়। এটি নিউ মিডিয়া ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে।

[৪] চিত্রকর্মের বিষয়ে আকিব আকরাম বলেন,প্যানডেমিক শুরু হবার পর দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি ভয়াবহ ছিল। দীর্ঘ এই সময়টি নানা ধরনের আনন্দ,দুঃখ, বিষণ্ণতা ও নানা দুশ্চিন্তায় কেটেছে।তাই এ সময়টিতে কোন শৈল্পিক কাজে মন দেওয়ার প্রচেষ্টা ছিল।তবে তখন বিভিন্ন দুর্ঘটনার খবর খুব দ্রুতই চলে আসত। যা খুব হতাশ করত।এই চিন্তা-দুশ্চিন্তা ও অনুভূতি থেকেই কাজটির শুভ সূচনা হয়।

[৫] চিত্রকর্মটির ডিজাইন সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, চিত্রকর্মটিতে আধুনিকতার সাথে ঐতিহ্যের একটি বিশাল সংমিশ্রণ রয়েছে।পেছনে সাদাকালো টেক্সচারটি আমাদের ঐতিহ্যবাহী শীতল পাটি থেকে নেওয়া।প্রধান মুখাবয়ব আমাদের ঐতিহ্যবাহী ট্যাপা পুতুলের আদলে করা।

[৬] নিজের চিত্রকর্ম শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবার অনুভূতি জানিয়ে আকিব বলেন, এটি আমার জন্য অনন্য এক অনুভূতি। এই প্যানডেমিকের মধ্যে হতাশা ও বিষণ্ণতার ভাড় কমিয়ে দিয়েছে এই প্রদর্শনীটি।তবে দুর্ভাগ্যবশত ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কোভিড এর যে ঢেউ আবার শুরু হয়েছে তা এই প্রদর্শনীর আনন্দকে ক্ষীণ করে দিল।

[৭] চিত্রকর্মের পেছনে বিভাগীয় শিক্ষকদের অনেক অবদানের কথা উল্লেখ করে এই শিক্ষার্থী বলেন, আমি আমার বিভাগীয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।তাদের গাইডলাইন আমার জন্য অসামান্য পাওয়া।

[৮] উল্লেখ্য, গত ২৯ জুন রাজধানীর শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্ধোধন করা হয়।এই প্রদর্শনী চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় এবার ভার্চুয়ালি এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়