আবদুল ওহাব:[২] বগুড়ার শাজাহামপুরে কোরবানী দিতে গিয়ে গরুর পায়ের আঘাতে নুরুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঐ বাড়ীতে ঈদ আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম।
[৩] বৃহঃবার ২২ জুলাই স্থানীয়রা জানায়, ঈদের নামাজ পড়ে বাড়ী এসে বেলা ১০ টার দিকে স্বজনদের সাথে নিয়ে কোরবানী দেয়ার জন্য গরুকে মাটিতে শোয়ানোর সময় গরু লাফালাফি করলে গরুর পায়ের আঘাত তার শরীরে লাগলে সে মাটিতে পরে যায়।
[৪] এসময় তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।নিহত নুরুল ইসলাম উপজেলার রহিমাবাদ এলাকার হোসেন আলীর ছেলে।