স্পোর্টস ডেস্ক: [২] কোপা লিবার্তেদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ব্রাজিলিয়ান দল অ্যাতলেতিকো মিনেইরোর কাছে টাইব্রেকারে পরাজিত হয় বোকা। রেফারির গোল বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচ শেষে মারমূখী ভূমিকায় অবতীর্ণ হন বোকার ফুটবলাররা, যেটা নিয়ন্ত্রণ করতে পুলিশ আসলে তাদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন ক্লাবটির সদস্যরা।
[৩] উত্তেজনার শুরুটা একেবারে প্রথম লেগ থেকেই। সেই ম্যাচে নিজেদের মাঠেই লম্বা সময় যাচাই করে ভিএআরে বাতিল হয় বোকা জুনিয়র্সের একটি গোল।
[৪] দ্বিতীয় লেগেও যখন তাদের গোল ভিএআরে যাচাই করা শুরু হয়, তখনই উত্তেজনা ছড়িয়ে পরে মাঠে। আর সে গোল বাতিল হওয়ার পর টাই-ব্রেকারে ম্যাচ হেরে গেলে ক্ষোভে ফেটে পড়েন বোকার খেলোয়াড়-কর্মকর্তারা।
[৫] প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য নিতে হয় পুলিশের। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে খেলোয়াড়দের বিরুদ্ধে। গোল ডট কম