শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্ক ছাড়া ট্রেনে ওঠায় যুবককে জোর করে নামিয়ে দিলো যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে উঠতেই সহযাত্রীরা যে তার দিকে এমন তেড়ে আসবেন, তা বোধ হয় ভাবেননি তিনি। করোনাকালে মাস্ক ছাড়াই ট্রেনে ওঠেন এক যুবক। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই মাস্কহীন ওই যুবককে কার্যত ধাক্কা দিতে দিতে স্টেশনে নামিয়ে দেন নারী সহযাত্রীরা। স্পেনের একটি ট্রেনের কামরার এই ঘটনার ভিডিও টুইট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিওতে দেখা গেছে, স্নিকার্স, শর্টস আর টি-শার্ট পরা যুবকটি ট্রেনের কামরায় উঠতেই তাকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। তার ‘অপরাধ’ তিনি করোনাকালেও বিনা মাস্কে ট্রেনে উঠেছেন। আশপাশ থেকে দুই-একজন তাকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। তাতে রাজি হচ্ছিলেন না ওই যুবক।

তবে করোনাবিধির কথা মাথায় রেখে বিনা মাস্কের ওই যুবককে সফরসঙ্গী করতে রাজি ছিলেন না সহযাত্রীরা। দুইজন নারী তো এগিয়ে এসে যুবককে ধাক্কা মারতে মারতে কামরার দরজার কাছে নিয়ে যান। বেপরোয়া ওই যুবকের কোনও প্রতিবাদেই কাজ হয়নি। ট্রেনের গতি কমতেই তাকে স্টেশনে নামতে বাধ্য করেন নারীরা।

উল্লেখ্য, স্পেনে ৪১ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। মারা গেছে ৮১ হাজারেরও বেশি মানুষ। এই আবহে ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে দেয়া সঠিক কাজ বলেই মনে করছেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়