শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্ক ছাড়া ট্রেনে ওঠায় যুবককে জোর করে নামিয়ে দিলো যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে উঠতেই সহযাত্রীরা যে তার দিকে এমন তেড়ে আসবেন, তা বোধ হয় ভাবেননি তিনি। করোনাকালে মাস্ক ছাড়াই ট্রেনে ওঠেন এক যুবক। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই মাস্কহীন ওই যুবককে কার্যত ধাক্কা দিতে দিতে স্টেশনে নামিয়ে দেন নারী সহযাত্রীরা। স্পেনের একটি ট্রেনের কামরার এই ঘটনার ভিডিও টুইট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিওতে দেখা গেছে, স্নিকার্স, শর্টস আর টি-শার্ট পরা যুবকটি ট্রেনের কামরায় উঠতেই তাকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। তার ‘অপরাধ’ তিনি করোনাকালেও বিনা মাস্কে ট্রেনে উঠেছেন। আশপাশ থেকে দুই-একজন তাকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। তাতে রাজি হচ্ছিলেন না ওই যুবক।

তবে করোনাবিধির কথা মাথায় রেখে বিনা মাস্কের ওই যুবককে সফরসঙ্গী করতে রাজি ছিলেন না সহযাত্রীরা। দুইজন নারী তো এগিয়ে এসে যুবককে ধাক্কা মারতে মারতে কামরার দরজার কাছে নিয়ে যান। বেপরোয়া ওই যুবকের কোনও প্রতিবাদেই কাজ হয়নি। ট্রেনের গতি কমতেই তাকে স্টেশনে নামতে বাধ্য করেন নারীরা।

উল্লেখ্য, স্পেনে ৪১ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। মারা গেছে ৮১ হাজারেরও বেশি মানুষ। এই আবহে ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে দেয়া সঠিক কাজ বলেই মনে করছেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়