শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্ক ছাড়া ট্রেনে ওঠায় যুবককে জোর করে নামিয়ে দিলো যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে উঠতেই সহযাত্রীরা যে তার দিকে এমন তেড়ে আসবেন, তা বোধ হয় ভাবেননি তিনি। করোনাকালে মাস্ক ছাড়াই ট্রেনে ওঠেন এক যুবক। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই মাস্কহীন ওই যুবককে কার্যত ধাক্কা দিতে দিতে স্টেশনে নামিয়ে দেন নারী সহযাত্রীরা। স্পেনের একটি ট্রেনের কামরার এই ঘটনার ভিডিও টুইট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিওতে দেখা গেছে, স্নিকার্স, শর্টস আর টি-শার্ট পরা যুবকটি ট্রেনের কামরায় উঠতেই তাকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। তার ‘অপরাধ’ তিনি করোনাকালেও বিনা মাস্কে ট্রেনে উঠেছেন। আশপাশ থেকে দুই-একজন তাকে ট্রেন থেকে নেমে যেতে বলেন। তাতে রাজি হচ্ছিলেন না ওই যুবক।

তবে করোনাবিধির কথা মাথায় রেখে বিনা মাস্কের ওই যুবককে সফরসঙ্গী করতে রাজি ছিলেন না সহযাত্রীরা। দুইজন নারী তো এগিয়ে এসে যুবককে ধাক্কা মারতে মারতে কামরার দরজার কাছে নিয়ে যান। বেপরোয়া ওই যুবকের কোনও প্রতিবাদেই কাজ হয়নি। ট্রেনের গতি কমতেই তাকে স্টেশনে নামতে বাধ্য করেন নারীরা।

উল্লেখ্য, স্পেনে ৪১ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। মারা গেছে ৮১ হাজারেরও বেশি মানুষ। এই আবহে ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে দেয়া সঠিক কাজ বলেই মনে করছেন অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়