শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ ব্যান্ডের গান নিয়ে বিটিভির ব্যান্ড শো

ইমরুল শাহেদ: বিটিভির ঈদ আয়োজনে সরাসরি সংগীত বিষয়ক অনুষ্ঠান, লোক সংগীত ও আঞ্চলিক সংগীতের অনুষ্ঠান যেমন আছে ঠিক তেমনি অনুষ্ঠানমালার বড় একটা অংশ জুড়ে রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। যে অনুষ্ঠানগুলোতে গান গেয়েছে দেশের খ্যাতনামা ১৫ টি ব্যান্ড। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন বিকালে প্রচারিত হবে ব্যান্ড শো ‘রক কার্নিভাল’।

৮টি স্বনামধন্য ব্যান্ডের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে ব্যান্ড চিরকুট গাইবে ‘কেউ জোনাক জে¦লে রং আঁকে’, আর্বোভাইরাস গাইবে ‘নিজেদের হয়নি দেখা আয়নায় অথবা নগ্নতায়’, ‘গহীনে টুকরো হয়ে গেছে আমাদের মন’ গাইবে বøাক, ‘এখন তুমি সুখে নেই’ গানটি গাইবে নোভা, ‘আরো আগে ধ্রæবস্বরে ভেসে যায় অপরাপর’ গাইবে ব্যান্ড মেকানিক্স, ‘তোমার সঙ্গে আমি হারিয়ে যাব’ গানটি গাইবে ব্যান্ড ইনডালো, ‘জেগে জেগে রাত’ গাইবে পেন্টাগন এবং ব্যান্ড ট্রেইনরেক গাইবে ‘নাইন জিরো নাইন এন গাল্ফ হিশেল দ্যা ভেরি কগনিশন’। ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় ‘রক কার্নিভাল’ উপস্থাপনা করেছেন মুনিয়া ইসলাম।

ঈদের চতুর্থ দিন বিকালে প্রচারিত হবে ব্যান্ড শো ‘হাসতে দেখো গাইতে দেখো’। নীল হুরে জাহানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। এ আয়োজনে ‘ভাল আছি ভাল থেকো’ এবং ‘আমি আসি বলে তুমি’ গান দুটি গাইবে ব্যান্ড সিম্পনী, ‘নিঝুম রাতে এসরে বন্ধু’ এবং ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’ গান দুটি গাইবে ব্যান্ড পার্থিব, ‘নিশি রাতে জংলাফুল’ এবং ‘মনে করি আসাম যাবো’ গান দুটি গাইবে ব্যান্ড এফ মাইনর, ‘শহরতলীর আকাশ’ ও ‘হাসতে দেখো গাইতে দেখো’ গান দুটি গাইবে ব্যান্ড শহরতলী।

ঈদের ষষ্ঠ দিনে শাহ জামান মিয়ার প্রযোজনায় প্রচারিত হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। ‘কেন তুমি বোঝনা’ ও ‘আকাশ বাতাস সাক্ষী রেখে’ এবং ‘যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেবেনা’ গাইবে ব্যান্ড কিশোর এ্যান্ড ফ্রেন্ডস, ‘পায়ের মল শোনা যায়’ ও ‘কেন জানি বারে বারে’ এবং ‘রং চংগা এই শহরটায় কত বাদ্য শোনা যায়’ গাইবে ব্যান্ড নরদান স্টার, ‘নিন্দুকের মুখে ছাই পড়–ক’ ও ‘তোমরা দেখগো আসিয়া’ এবং ‘মাটির পরিচয় স্নেহময়ী জননী’ গাইবে ব্যান্ড রেশমি ও মাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়