সাজিয়া আক্তার: রাজধানীবাসী হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তাদের ক্লান্তি ও জীবনের কষ্ট কমাতে অনেকেই ছুটির দিনে ঘুরতে যান হাতিরঝিলে। ক্যামেরায় ধারণকৃত হাতিরঝিলের কিছু দৃশ্য ও ভিডিও।
নাগরিক জীবনে মনোরম সৌন্দর্য নিয়ে হাতিরঝিল হয়ে উঠেছে অন্যতম বিনোদন কেন্দ্র।
অনেকের জন্য প্রতিদিন সকালে শরিরচর্যার অন্যতম স্নানও এই হাতিরঝিল।
এখন আর সমুদ্রসৈকতে যেতে হবে না! হাতিরঝিলে বসেই সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করা যায় ।
ভাওয়ালের রাজার তেজগাঁও এলাকায় ছিলো এস্টেট। এস্টেটের হাতিরপাল এই ঝিলে পানি খেতো আর বিচরণ করতো এর চারপাশে। তাই এই ঝিলের নাম হয় হাতিরঝিল।
হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের মাধ্যমে ত্রিশ টাকায় এক চক্কর দিয়ে আসতে পারেন হাতিরঝিল এলাকা।রাতের বেলা এ আবার অন্যরূপের হাতিরঝিল, আধো আলো আধো অন্ধকার
[video width="352" height="640" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/07/WhatsApp-Video-2021-07-19-at-13.23.30.mp4"][/video]