শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় দুই কিশোরকে নির্যাতনের ভিডিও দেখে ব্যবস্থা নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালি হাকিমপাড়া গ্রামের একটি বসতবাড়ির উঠানে শনিবার বিকালে হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্দয়ভাবে প্রহার করছিল দুই ব্যক্তি। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হতে থাকে। এই পর্যায়ে ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে।

পরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ভিডিওসহ লিংকটি উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদকে পাঠিয়ে আসামিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতার আনার জন্য নির্দেশনা প্রদান করে। একই সাথে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদকে বিষয়টি তদারকির জন্য বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে উখিয়া থানার ওসির নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি উখিয়া একইসাথে সাদা পোশাকে অপর একটি টিমকে নিয়োজিত করেন। এই টিম দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রেববার দুপুরের মধ্যে অভিযুক্ত আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মোবাইল চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে জনসমক্ষে নির্মমভাবে নির্যাতন করা হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার হাসানুজ্জামান সার্বিক বিষয়টি নিবিড়ভাবে তদারকি করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। নির্যাতনের এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়