শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:২০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মঈন উদ্দীন: [২] শনিবার রাতে ও রোববার এই ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর এলাকায় শ্রী অসিম উরাও (৩০) নামে এক পথচারী হেঁটে যাওয়ার সময় লেগুনার ধক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৩] নিহত শ্রী অসিম উরাও হলেন মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকার শংকরপুর উদপুর গ্রামের মৃত শ্রী বিলাশ উরাও এর ছেলে। অপরদিকে, শনিবার(১৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রী মিনু মন্ডল ঘুগা নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত শ্রী মিনু মন্ডল ঘুগা উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভায়া কামারপাড়া এলাকার গোপালপুর গ্রামের মৃত শ্রী পালানু মন্ডলের ছেলে।

[৪] গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, রবিবার সকালে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর এলাকায় এক পথচারী হেঁটে যাওয়ার সময় পিছন থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি লেগুনা ধাক্কা দিলে শ্রী অসিম উরাও নামে এক পথচারী নিহত হয়। তবে লেগুনাটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়