শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার পৌরসভার ভিজিএফ কার্ড জালিয়াতি, আটক ২

স্বপন দেব : [২] পৌরসভার ত্রাণের চালের জন্য কার্ড জালিয়াতি করছেন জয়নাল আবেদনি কর্নেল ও রুজেল মিয়াকে আটক করা হয়।

[৩] কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৮ হাজার ৪০০ মানুষকে ১০ কেজি করে বিতরণের জন্য মৌলভীবাজার পৌরসভাকে চাল দেয়া হয়। বরাবরের মতো পৌরসভা চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। দুইদিনব্যপী চাল বিতরণের প্রথমদিন শনিবার (১৭ জুলাই) সকাল থেকে মেয়র মো. ফজলুর রহমানের তত্ত্বাবধানে চাল বিতরণ করা হয়।

[৪] চাল বিতরণের শৃংখলার জন্য সুবিধবাভোগীদের মধ্যে আগে থেকে পৌর মেয়রের স্বাক্ষর সম্বলিত ভিজিএফ কার্ড দেয়া হয়েছিল। কার্ড অনুযায়ী দিনভর চলে চাউল বিতরণ। কিন্তু দুপুরের পর হঠাৎ ধরা পড়ে জাল কার্ডধারী। আটক করা হয় জয়নাল আবেদিন কর্নেল এবং রুজেল মিয়া নামে দুই ভাইকে।

[৫] পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ২৬টি জাল ভিজিএফ কার্ড উদ্ধার করা হয়। সাথে একটি অরিজিনেল কার্ডও পাওয়া যায়। এছাড়া ৮০ কেজি চাউল উদ্ধার করা হয়েছে। তবে ২০ কেজি চাউল পাওয়া যায়নি।

[৬] দোকান থেকে কালার ফটোস্ট্যাট করে কার্ড করে নেয় প্রতারক কর্নেল। আর কোনো দিন এরকম প্রতারণা করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান আসাদ হোসেন মক্কু।

[৭] ধরা খেয়ে অনুশোচনার যেনো শেষ নেই। কর্নেল বলেন, ‘পৌরসভা থেকে কার্ড পেয়েছিলাম একটা। কিন্তু আমাকে অধিক চাল নেওয়ার লোভ পেয়ে বসেছিল।’ তাই এ কাজ করেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়