শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার পৌরসভার ভিজিএফ কার্ড জালিয়াতি, আটক ২

স্বপন দেব : [২] পৌরসভার ত্রাণের চালের জন্য কার্ড জালিয়াতি করছেন জয়নাল আবেদনি কর্নেল ও রুজেল মিয়াকে আটক করা হয়।

[৩] কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৮ হাজার ৪০০ মানুষকে ১০ কেজি করে বিতরণের জন্য মৌলভীবাজার পৌরসভাকে চাল দেয়া হয়। বরাবরের মতো পৌরসভা চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। দুইদিনব্যপী চাল বিতরণের প্রথমদিন শনিবার (১৭ জুলাই) সকাল থেকে মেয়র মো. ফজলুর রহমানের তত্ত্বাবধানে চাল বিতরণ করা হয়।

[৪] চাল বিতরণের শৃংখলার জন্য সুবিধবাভোগীদের মধ্যে আগে থেকে পৌর মেয়রের স্বাক্ষর সম্বলিত ভিজিএফ কার্ড দেয়া হয়েছিল। কার্ড অনুযায়ী দিনভর চলে চাউল বিতরণ। কিন্তু দুপুরের পর হঠাৎ ধরা পড়ে জাল কার্ডধারী। আটক করা হয় জয়নাল আবেদিন কর্নেল এবং রুজেল মিয়া নামে দুই ভাইকে।

[৫] পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ২৬টি জাল ভিজিএফ কার্ড উদ্ধার করা হয়। সাথে একটি অরিজিনেল কার্ডও পাওয়া যায়। এছাড়া ৮০ কেজি চাউল উদ্ধার করা হয়েছে। তবে ২০ কেজি চাউল পাওয়া যায়নি।

[৬] দোকান থেকে কালার ফটোস্ট্যাট করে কার্ড করে নেয় প্রতারক কর্নেল। আর কোনো দিন এরকম প্রতারণা করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান আসাদ হোসেন মক্কু।

[৭] ধরা খেয়ে অনুশোচনার যেনো শেষ নেই। কর্নেল বলেন, ‘পৌরসভা থেকে কার্ড পেয়েছিলাম একটা। কিন্তু আমাকে অধিক চাল নেওয়ার লোভ পেয়ে বসেছিল।’ তাই এ কাজ করেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়