সাদেক আলী: [২] দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। রোববার (১৮ জুলাই) এ পর্যন্ত করোনা ও উপসর্গে ৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্য হয়েছে।
কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত হয়ে আর ৮ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। ৯৮৮টি নমুনায় ২০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০.৭৪। করোনা পজিটিভ নিয়ে ১৮৩ জন আর উপর্সগ নিয়ে ৬৭ জন মোট ২৫০ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা ও উপসর্গে আরো ১১ জনের মৃত্যু।
কুমিল্লা: কুমিল্লায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু।
পঞ্চগড়: পঞ্চগড়ে করোনায় একজন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ সময়ে ২০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে মারা গেছেন ৮ জন।
খুলনা: গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ পর্যন্ত খুলনার চারটি হাসপাতলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪ জন।
বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৬১ জন।
পটুয়াখালী: গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে তিনজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয় ৬৯ জন। এ নিয়ে এই পর্যন্ত জেলায় মোট ৬৬ জনের মৃত্যু এবং ৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৪৫৫ জন।